রৌমারীতে বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকী উদযাপিত।

0
23
এলাহি শাহরিয়ার নাজিম 
রৌমারী (কুড়িগ্রাম)  প্রতিনিধিঃ
রৌমারী উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের বিশ্বস্ত সহযাত্রী ও সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের  ৯১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রবিবার সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে এই জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
কর্মসূচীর মধ্যে, উপজেলা সম্মেলন কক্ষে বঙ্গমাতাকে নিয়ে আলোচনা সভা, স্মৃতিচারণ, ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় কর্মসূচিতে অংশগ্রহন ও আলোচনা সভা শেষে উপজেলার ০৭ জন দরিদ্র নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্ল্যাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুরি ফাতেমা ও রৌমারী থানার ওসি (তদন্ত) আবু সাঈদ।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, শৌলমারী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিল, বন্দবেড় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব  আব্দুল কাদের, সদর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সেকবর আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা ফিল্ড সুপারভাইজার আব্দুল্লাহ হেল কাফি, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুক্তার হোসেন, প্রাণীসম্পদ উপ সহকারী কর্মকর্তা স্বপন সরকার প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here