এলাহী শাহরিয়ার নাজিম
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রাথমিক ও গণ শিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এর উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ অনুষ্ঠান করা হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে কেন্দ্রিয় নির্দেশনা অনুযায়ি রৌমারী মুক্তিযোদ্ধা কমপ্লে চত্ত¡রে বৃক্ষরোপন ও ১২টার দিকে উপজেলা চত্ত¡রে বিতরণী অনুষ্ঠানে অংশ নেন প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এ অনুষ্ঠানে প্রায় ৫শত গাছ রোপন ও বিতরণ করা হয়।
এব্যাপারে প্রতিমন্ত্রী জাকির হোসেন প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া কামনা করে বলেন , বর্তমান সরকার পরিবেশ বান্ধব সরকার। প্রাকৃতিক দুর্যোগসহ গাছের বিভিন্ন উপকারিতা সম্পর্ক তিনি ব্যাপক তৎপর। বৃক্ষরোপন করতে জননেত্রী শেখ হাসিনা অনেক ভালোবাসেন। তাই আসুন আমরা সকলে মিলে গাছ লাগাই এবং পরিবেশ বাঁচাই।
এসময় উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, সহ-সভাপতি রবিউল আলম, মজাহার আলী, প্রচার সম্পাদক হারুনুর-রশিদ, ক্রীড়া ও যুব বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান রবিন ও উপ-প্রচার সম্পাদক আকতার আহসান বাবু।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মাইদুল ইসলাম, ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম সুমন, নাজমুল হাসান জুয়েল ও রাফিউজ্জামান হৃদয়।
এছাড়াও প্রধান মন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে রৌমারী উপজেলা আওয়ামী লীগ।