রৌমারীতে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ।

0
146

এলাহী শাহরিয়ার নাজিম
রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ধর্ষণের শিকার হয়েছে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী। এঘটনায় শনিবার বিকালে গুরুত¦র আহত অবস্থায় তাকে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে বাদি হয়ে রৌমারী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে ধর্ষিতার বাবা।
এলাকাবাসি জানায়, শনিবার বিকাল ৫টার দিকে মেয়েটি বাড়িতে একা ছিল। এ সময় বাঘমারার বালিয়ামারী গ্রামে প্রতিবেশী সাইদুর রহমানের ছেলে সামিম (১৫) মেয়েটিকে কৌশলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে বাড়ির আশপাশের লোকজন এগিয়ে গেলে পালিয়ে যায় সামিম। পরে গুরুত্বর আহত অবস্থায় মেয়েটিকে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রাজ্জাক জানান, শিশুটিকে ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে।
ওই শিক্ষার্থীর বাবা মাইদুল ইসলাম বলেন, ওই দিন বিকালে আমরা কেউ বাড়িতে ছিলাম না। আমার মেয়ে স্কুল থেকে এসে বাড়িতে একা ছিল। এই সুযোগে সামিম আমার মেয়েকে ধর্ষণ করে। আমার মেয়ে বালিয়ামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, ধর্ষণের অভিযোগে সামিমের বিরুদ্ধে মামলা হয়েছে। ভিকটিমকে আলামত ও ডিএনও পরিক্ষার জন্য কুড়িগ্রাম হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here