রৌমারীতে জাতীয় সমবায় দিবস অনুষ্ঠিত।

0
10

এলাহী শাহরিয়ার নাজিম

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারী উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় ও উপজেলা সমবায়ীবৃন্দে’র আয়োজনে জাতীয় সমবায় দিবস-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্ত¡রে পতাকা উত্তোলণ শেষে একটি র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সাড়ে ১১ টার দিকে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) তানভির ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রৌমারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু,উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আ. রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা শাহাদৎ হোসেন, শিক্ষা অফিসার নজরুল ইসলাম, স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা।
আলোচনা সভা শেষে, ২০১৯-২০২০ নীরিক্ষা বছরে সর্বচ্চ নীরিক্ষা ফিস সমবায় উন্নয়ন তহবিল প্রদানকারী ৩টি সমবায় সমিতিকে পুরুষকৃত করা হয়। সমিতি ৩টি হলো, দ্বীপ, সানমুন ও ন্যাশনাল বহুমূখী সমবায় সংস্থা লিমিটেড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here