এলাহী শাহরিয়ার নাজিম
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ কর্মী শামীম আশরাফ বাবলুর হত্যাকারীদের গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রৌমারী উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে দলীয় কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।রৌমারী উপজেলা ছাত্রলীগ নেতা নাজমুল হাসান জুয়েল বিক্ষোভ সমাবেশে বলেন, জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী শামীম আশরাফ বাবলুর হত্যাকারীদের দ্রæত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তি জোর দাবি জানান তিনি।এসময় উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা ছাত্রলীগ নেতা শেখ সবুজ, মতিউর রহমান মতি, মাসুকুর রহমান বিপ্লব, ইমরান হোসেন খাঁন প্রমুখ।