রৌমারীতে চোরাকারবারসহ জালনোট পাচার ঠেকাতে ৩৫-বিজিবির জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত।

0
30

এলাহী শাহরিয়ার নাজিম
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারীতে চোরাকারবার, মাদক ও জালনোট পাচার ঠেকাতে জনসচেতনতা সভা করেছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫-বিজিবি)। সোমবার (৬-জুন) সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
রৌমারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম সাদার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, রৌমারী বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আলী আনছার, সদর ইউপির ১নং ওয়ার্ড সদস্য রবিউল ইসলাম রানা, ৪নং ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম ও রৌমারী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এলাহী শাহ্রিয়ার নাজিম।
সভায় আরও উপস্থিত ছিলেন, রৌমারী ইউনিয়ন পরিষদের সচিব সহদেব কুমার সিংহ, রৌমারী ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি জহুরুল ইসলাম, ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য লাল মিয়া, ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের উদ্যক্তা তাহেরুল ইসলাম, রৌমারী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক আনারুল ইসলাম (ইয়াং), রৌমারী সরকারি কলেজের ছাত্র মাশুকুর রহমান বিপ্লব, সু-সময় আহমেদ, নাহিদ মিয়া, ফরহাদ হোসেন, সুমন মিয়া, রৌমারী বাজারের ব্যবসায়ী জাকির হোসেন, আবুল কাশেম, শ্রী শিবলু রাম দাসসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
কোম্পানি কমান্ডার সুবেদার আলী আনছার জালনোট সনাক্তের পদ্ধতি সম্পর্কে ধারণা দিয়ে বলেন, বর্তমান দেশের বিভিন্ন স্থানে কিছু প্রতারক চক্র বেশিরভাগ ৫শত ও ১হাজার টাকার জালনোট ছাপিয়ে বাজারে ছেরেছে। যার ফলে দেশের অর্থনৈতিক অবস্থার উপড় প্রভাব পরার সম্ভবনা রয়েছে। তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকা গুলো দিয়ে যাতে জালনোট, তেল ও মাদক আসা-যাওয়া না করতে পারে সেদিকে আমাদের নজরদারি রয়েছে। এলাকায় জালনোট, মাদকসহ সব ধরণের চোরাকারবারি মুক্ত করতে আপনাদের সহ-যোগিতা আমাদের একান্ত কাম্য।
এলাহী শাহ্রিয়ার