এলাহী শাহরিয়ার নাজিম
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে। রৌমারী থানার আয়োজনে থানা চত্বরে ৩০ অক্টোবর শনিবার সকাল ১০ টায় এ পুলিশিং ডে অনুষ্ঠিত হয়।
এতে রৌমারী উপজেলা পুলিশিং কমিটির সভাপতি রৌমারী সরকারি কলেজের অধ্যক্ষ সামিউল ইসলাম জীবনের সভাপতিত্বে ও ওসি তদন্ত আবু সাঈদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ, রৌমারী প্রেসক্লাবের সভাপতি সুজাউল ইসলাম সুজা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ শাহ্ নেওয়াজ তুহিন, বন্দবেড় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের সরকার, শৌলমারী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিল, চরশৌলমারী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল ও শৌলমারী ইউনিয়ন আওমীলীগের সভাপতি মোসলেম উদ্দিন মাস্টার।
সভায় বক্তারা বলেন, পুলিশিং কমিটিকে আগের অবস্থানে ফিরিয়ে আনতে বর্তমান কমিটিকে পূনঃগঠন করার আহবান জানান। সেই সাথে সকলকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলার ৬ ইউনিয়নের কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য ও গ্রাম পুলিশের সদস্যবৃন্দরা।