রৌমারীতে এক যুবকের লাশ উদ্ধার।

0
258
এলাহী শাহরিয়ার নাজিম
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে শহিদুর রহমান (৪২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের চর কাউনিয়ার নামক এলাকার আখ ক্ষেত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত শহিদুর রহমান উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ইটালুকান্দা গ্রামের আজিজুল হক মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে একটি আখক্ষেতে শহিদুরের লাশ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নেয়।
নিহতের স্ত্রী রোশনা বেগম জানান, বুধবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বেড়িয়ে যান শহিদুর। রাতে আর বাড়ি ফেরেননি তিনি। বৃহস্পতিবার বিকেলে তার লাশ মেলে আখক্ষেতে। তবে কী কারনে মারা গেছেন তা তিনি জানেন না বলে জানান।’ নিহতের মেয়ে শাহিদা খাতুন বলেন, ‘তার বাবা (শহিদুর) নেশা (মাদক) করতেন। তবে দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য আবু সাঈদ বলেন, ‘নিহত শহিদুর রহমান কৃষি কাজের সাথে জড়িত। তবে মাঝে মধ্যে তিনি সীমান্তে আড়কি দিয়ে গরু পাচারও করতেন।’
রৌমারী থানার ওসি (তদন্ত) এমআর সাঈদ বলেন, লাশের সুরুতহাল করা হয়েছে। তিনি বলেন, নিহতের বাম চোখ উপড়ানো, দু’কানের লতি ছেঁড়া, মাথায় এবং হাতে আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে মৃত্যু হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে তা বলা যাবে। শুক্রবার সকালে নিহতের লাশ কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।