এলাহী শাহরিয়ার নাজিম
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার ৪ নং রৌমারী সদর, ৫নং যাদুরচর ও ২নং শৌলমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ০৯ ডিসেম্বর বৃহস্পতিবার সর্বস্থরের সমর্থকদের আনন্দ-উল্লাসে উৎসবমুখর পরিবেশ। মনোনয়ন দাখিলের শেষ সময় পর্যন্ত চেয়ারম্যান পদে রৌমারী সদরে ৫ জন, সাধারণ সদস্য পদে ৬০ জন, সংরক্ষিত নারী আসনে ২১ জন, যাদুরচর ইউনিয়ন পরিষদে ৬ জন চেয়ারম্যান, সাধারণ সদস্য পদে ৩২ জন ও সংরক্ষিত নারী আসনে ১৫ জন, শৌলমারী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৮ জন সাধারণ সদস্য পদে ৪৪ জন ও সংরক্ষিত নারী আসনে ১৭ জন মনোনয়ন পত্র দাখিল করেন।
৪নং রৌমারী সদর ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগ সমর্থিত একক চেয়ারম্যান প্রার্থী রৌমারী সদর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.আফজাল হোসেন বিপ্লব, জাতীয় পার্টি সমর্থিত একক প্রার্থী আব্দুর রাজ্জাক, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন লিপন ও শামিম মাস্টার।
২নং শৌলমারী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী রৌমারী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মো. হাবিবুর রহমান হাবিল, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সমর্থিত মো. মমিনুল ইসলাম,আওয়ামীলীগ বিদ্রোহী স্বতস্ত্র প্রার্থী শৌলমারী ইউনিয়ন আওয়ামীলীগের ৪ নং ওর্য়াড সভাপতি মো. ইউনুছ খান, স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান মিনু, উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মমিন, স্বতন্ত্র প্রার্থী ফরহাদ হোসেন ও শহিদুর রহমান।
৫নং যাদুরচর ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগ সমর্থিত একক চেয়ারম্যান প্রার্থী যাদুরচর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো. মোশাররফ হোসেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সমর্থিত মো.আব্দুল করিম ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান শরবেস আলী। স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাবলু, মো. জাইদুল ইসলাম জাহিদ ও আব্দুর রহমান বিশ্বাস।
রৌমারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, আগামী ১২ ডিসেম্বর প্রার্থিতা
বাছাই। ১৩- ১৫ ডিসেম্বর আপিল দায়ের। আপিল নিষ্পত্তি ১৮ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহার ১৯
ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ২০ ডিসেম্বর। ৫ জানুয়ারী সকাল ৮টা থেকে বিকেল ৪ পর্যন্ত ভোট গ্রহণ
অনুষ্ঠিত হবে। তিন ইউনিয়নে ২৭ টি ওয়ার্ডের মোট ৮৩ হাজার ৮৯৩ জন ভোটার।