চেঙ্গী প্রতিবেদক :
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা সদরে রোয়াংছড়ি পাড়ার বাসিন্দা মংলুং মারমার মেয়ে মেপ্রুচিং মারমা (২৬) নামে ওড়না দিয়ে ফাঁসি খেয়ে আত্মহত্যা করেছে।
রোববার (৩০ জুলাই) সকালের বাড়ি লোকেরা কাজে গেলে মেপ্রুচিং মারমা একা বাড়িতে ছিলেন। এসময় দুপুর দেড় ১টায় দিকে মা-বাবা কাজে থেকে না ফিরার সময় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি এক ছোট সন্তানকে নিয়ে প্রত্যেক দিন বাড়িতে থাকতেন। তাঁর মা-বাবাও মেয়েকে বিধবা হিসেবে কাজ করতে দিতেন না। কি কারণে ফাঁসি খেয়েছে জানেন না। এঘটনা শুনে রোয়াংছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা, নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা ও রোয়াংছড়ি সদর ইউপির চেয়ারম্যান চহ্লামং মারমা ঘটনা স্থলে পরিদর্শন করেন।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ওমর আলী ঘটনাটি নিশ্চিত করে বলেন, মেপ্রুচিং মারমা নামে মহিলাটি ওড়না দিয়ে ফাঁসি খেয়েছে এমন খবর পাওয়া পর সাথে সাথে থানা থেকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানাতে নিয়ে এসেছে। লাশটি বান্দরবান সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।