রোহিঙ্গাদের ক্যাম্প ভিত্তিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত।

0
16

নুরুল বশর কক্সবাজার।

উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গাদের আধিপত্য বিস্তার নিয়ে রবিবার (৪ অক্টোবর) ভোরে সংঘর্ষ হয় বলে জানা গেছে।এতে রোহিঙ্গা শিবিরে দুই গ্রুপের সংঘর্ষে দুই রোহিঙ্গা নিহত হয়েছে।

নিহতরা হলেন- ইমাম শরীফ (৩৩) ও শামসুল আলম (৪৫)।এ ঘটনায় আরো অন্তত দশজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তের থাকা বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিনিয়ত ভয়ংকর থেকে ভয়ংকর হয়ে উঠছে রোহিঙ্গারা।তাদের এই বেপরোয়া কর্মকাণ্ডে হর হামেশাই ঘটছে ভয়াবহ দূর্ঘটনা ক‍্যাম্প গুলো রূপ নিচ্ছে মৃত্যুপুরিতে।ক‍্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে তারা যুদ্ধ ঘোষণা করে আসছে।রোহিঙ্গারা রিতিমত বাংলাদেশেও মিয়ানমারের মতো শুরু করেছেন।

এই ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ব‍্যাপারে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হাফেজ জালাল আহমদ জানান, আধিপত্য বিস্তার নিয়ে তাদের দুইটি গ্রুপের মধ্যে বিরোধ চলছিল অনেকদিন থেকে। এর আগেও দুই গ্রুপের মধ্যে ছোট-বড় বেশ কয়েকবার ঘটনা হয়েছে।

এই বিষয়ে সাধারণ মানুষের দাবি বেশির ভাগ ঘটনার পিছনে লুকিয়ে আছে রোহিঙ্গা মাঝিরা এদের প্রশাসন আশ্রয় দিয়ে মাথায় তুলে রেখেছেন তাই ঘটনার শেষ নেই বলে মন্তব্য করেন, মাঝিদের যতই অভিযোগ হোক এসব কিছু না, প্রতিটি ইয়াবা কারবারি গুলো এবং আল ইয়াকিন গ্রুপ এর জিম্মাদার তাদের কথা মতো চলে আবার মাঝিরা ও তাদের কথা মতো চলে।

কুতুপালং ক্যাম্পের আইন শৃংখলার দায়িত্বে নিয়োজিত ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উখিয়া থানার পুলিশ পরিদর্শক আহাম্মেদ সঞ্জুর মোরশেদ জানান, দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় নিহত ২ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রকিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here