রূপগঞ্জে শীতের তীব্রতায় , বিক্রি বেড়েছে শীতের কাপড়ের।

0
70
খোরশেদ আলম,
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জে রূপগঞ্জে চলতি সপ্তাহে হটাত করে শীতের তীব্রতা বেড়েছে। সেই সাথে বাড়ছে শীতের কাপড়ের বেচাবিক্রি ।
মঙ্গলবার উপজেলার বিভিন্ন হাট-বাজার মার্কেট ও ফুটপাতের দোকানগুলো ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। বিকেলের পর থেকে ঠাণ্ডা পড়লেও সকাল থেকে কিছুটা রোদের তাপ অনুভব করা যায়। এর মধ্যে বৃহত্তম কাপড়ের পাইকারি মার্কেট ভুলতা -গাউছিয়া এবং ফুটপাতে বিক্রি বেড়েছে শীতের কাপড়ের।
গরীব ও নিম্ন আয়ের মানুষ গুলো ফুটপাতে হকারদের বিক্রি করা গরম কাপড়ই ভরসা।
খোঁজ নিয়ে দেখা গেছে, রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া, গাউছিয়া  মার্কেটের ফুটপাতে এখন ক্রেতাদের ভিড়। আসেন আসেন, বাইছ্যা লন দেইখ্যা লন, শেষ শেষ, যাচ্ছে বেশ, এক দাম এক রেট; ক্রেতাদের আকৃষ্ট করতে সকাল থেকে রাত পর্যন্ত এরকম হাঁকডাকে মুখরিত হচ্ছে ফুটপাতের দোকানগুলো। সকাল থেকে শুরু করে গভীর রাতেও চলে কেনাকাটা। ক্রেতাদের উপস্থিতিই বলে দিচ্ছে শীত আসছে। উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা লোকজনের বেশিরভাগই ফুটপাত থেকে শীতের কাপড় কিনছেন। বিশেষ করে নিম্ন আয় এবং মধ্যবিত্ত আয়ের লোকজনের ভিড় লক্ষ করা গেছে। শীতের জ্যাকেট, সোয়েটার, শাল কোট, ব্লেজার, মাথার টুপি, কানটুপি, হাতমোজা, মোজা, গলাবন্ধ চাদরসহ গায়ের বিভিন্ন গরম কাপড় বিক্রি করছেন দোকানিরা। নিম্ন আয়ের মানুষ ৫০ টাকা থেকে ২০০ টাকায় গরম কাপড় পেয়ে খুশি।
শীতের তীব্রতা বেড়ে যাওয়ায়  বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। তীব্র শীতে সবচেয়ে দুর্ভোগে পড়েছে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। জীবিকার তাগিদে কর্মজীবী ও শ্রমিজীবি মানুষ শীত উপেক্ষা করে বের হলেও, শীতের তীব্রতায় কষ্ট দুর্ভোগ পোহাতে হচ্ছে। গরম কাপড়ের অভাবে এবং শীতের প্রকোপ থেকে সাময়িক রক্ষার জন্য খড়ের আগুনের উষ্ণতা নিচ্ছেন অনেকেই। প্রচন্ড ঠান্ডায় বৃদ্ধ ও শিশুদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।  শীতের সাথে পাল্লা দিয়ে ঠান্ডাজনিত কারণে বিভিন্ন রোগের দুপ্রভাব বাড়ছে
সরেজমিনে, ভুলতা গাউছিয়া, মুড়াপাড়া বাজার কাঞ্চন বাজার,তারাবো,রূপসী ঘুরে এসব দৃশ্য দেখা গেছে।
সেখানে দেখা যায়, নিম্ন ও মধ্য আয়ের সাধারণ মানুষের এসব দোকানে বেশী ভীড় করছেন। শীতকে টার্গেট করে ভারী কাপড় ক্রয় করছেন তারা। এর মধ্যে অনেকেই শিশুদের জামা কাপড়ও ক্রয় করছেন।
কথা হয় মুড়াপাড়া বাজারে বিসমিল্লাহ বস্ত্রালয় এর মালিক রাব্বি মিয়া এর সাথে তিনি বলেন। শীতের তীব্রতা কিছুটা বেড়েছে তাই বেচাবিক্রি বেড়েছে। এই সিজনে আমাদের ব্যবসা হয় ও আমরা চালান তুলে ভালো লাভ করি। আরেকটু শীত পড়লে ভালো ব্যবসা করতে পারবো।আমরা শীতের মালামাল তুলেছি দোকানে এখন বিক্রি ঠিকঠাক হলেও হয়। আশা করছি এবার শীত পড়বে বিক্রিও বাড়বে।
 রূপগঞ্জ প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here