রূপগঞ্জে ডাকাত দলের দুই সদস্য কে গ্রেফতার করেছে পুলিশ।

0
19

খোরশেদ আলম

রূপগঞ্জ,নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাত দলের দুই সদস্য কে গ্রেফতার করেছে পুলিশ। ডাকাত দলের দুই সদস্য হলো কাউসারর আহাম্মেদ ওরফে ডাকাত কাউসার ও তার ভাই মাদক ব্যবসায়ী রাকিবকে । এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, হেরোইন ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত কাউসার আহাম্মেদ ওরফে ডাকাত কাউসার ও রাকিব উপজেলার গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকার হারুন মিয়ার ছেলে।

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) হুমায়ুন কবির জানান, ডাকাত কাউসার ও রাকিব গোলাকান্দাইল, বলাইখা, আউখাব, সাওঘাট, বালিয়াপাড়া, দত্তেরকান্দি ৫নং ক্যানেল এলাকাসহ আশপাশের এলাকাগুলোতে ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে বলে পুলিশের কাছে সংবাদ ছিল। এছাড়া ডাকাতি, ছিনতাইসহ অপরাধ চক্রের সক্রিয় সদস্য তারা। একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। পুলিশ তাদের হন্যে হয়ে খুঁজছে। গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশ গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকার তাদের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে ৫০০ পুরিয়া হেরোইন, ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ডাকাত কাউসার ও রাকিবকে গ্রেফতার করে। পরে তাদের সঙ্গে থাকা দুটি রামদা, দুটি চাইনিজ কুড়াল ও ছোরা উদ্ধার করা হয়। অভিযানকালে অপরাধ চক্রের সদস্যরা পুলিশের ওপর হামলা চালিয়ে ব্যর্থ হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ আইনে একটি ও অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, ডাকাত কাউসার ও রাকিবের গ্রেফতারের সংবাদে এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী পুলিশকে সাধুবাদ জানিয়েছেন। সেই সাথে এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এলাকায় যেসব সংঘবদ্ধ অপরাধ চক্র রয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা রক্ষা ও জানমালের নিরাপত্তায় পুলিশ সর্বদা তৎপর রয়েছে। কোনো অপরাধীর ছাড় নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here