রুপসার ড্রিমলাইট এর পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

0
8

বাংলার রূপ

নিজস্ব প্রতিবেদকঃ

পরিবেশ রক্ষা, নিজের আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে সব দিক থেকে যেটা সবচেয়ে বেশি উপযোগী, সেটা হলো, ব্যাপকভাবে বৃক্ষ রোপণ করা। বৃক্ষ মানুষকে ফল, ফুল, ছায়া,দেয় তাছাড়া বনজ গাছ থেকে ফার্নিচার ও জ্বালানি কাঠ পাওয়া যায় ফলজ গাছ থেকে ফল পাওয়া যায় ঔষধি গাছ থেকে ঔষধ বানানো যায় আর তা থেকে উপার্জিত হতে পারে বিড়াট অংকের অর্থ ।

অদ্য ১৮/০৭/২১ রবিবার সকালে সবুজ শ্যামল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে খুলনা জেলার রূপসা উপজেলায় প্রতিষ্ঠিত সুনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন “ড্রীমলাইট” খুলনার বিভিন্ন এলাকায় বৃক্ষ রোপন করে । এ ব্যাপারে ড্রিমলাইট এর প্রতিষ্ঠাতা এফ এম বুরহান বলেন, ‘বৃক্ষ হলো প্রাকৃতিক অক্সিজেন , অক্সিজেন ছাড়া মানুষ এক মূহুর্তের জন্যও বাঁচতে পারে না তাই আমাদের উচিত বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশ রক্ষা করা’। এসময় ড্রিমলাইট এর প্রতিষ্ঠাতা এফ এম বুরহানের সাথে উপস্থিত ছিলেন, রাকিব, আব্দুল কাদের, হাসিব, আকাইদ, ইসমাইল, ফামিম, অমি, রিয়াদ সদস্য বৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here