মোঃআসাদুল ইসলাম,
বাংলার রূপ, কামরাঙ্গীরচর প্রতিনিধি।।
রাজধানীর কামরাঙ্গীরচরে বড়গ্রাম এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে খুন হলো মা ইয়াসমিন আক্তার (৪৫)। নেশার টাকা না পেয়ে মাকে ছুরিকাঘাত করে হত্যা করলো এই কুলাঙ্গার ছেলে জুয়েল। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে।
এর কয়েক মাস আগে লালবাগ থানায় মাদক মামলায় গ্রেফতার হয় জুয়েল। ঐ মামলায় কারাভোগ করে গত তিনদিন আগে জেল থেকে ছাড়া পায় জুয়েল। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে কামরাঙ্গিরচর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নেশার টাকা না দেওয়ায় মঙ্গলবার রাতে ছুরিকাঘাতে করে জুয়েল তার মাকে হত্যা করে। এ সময় জুয়েলের মা ইয়াসমিন বাসায় একাই ছিলেন। জুয়েলের বাবা সাকের আলী চা বিক্রি করেন। ঘটনার সময় তিনি বাইরে ছিলেন। তিনি আরও জানান, জুয়েল বাসচালকের সহকারী হিসেবে কাজ করতেন। সেখান থেকেই মাদকাসক্ত হয়ে পরে জুয়েল। তখন কাজকর্ম বন্ধ করে দেয়। নেশার টাকা জোগার করতে না পারায় মা-বাবার সঙ্গে প্রায়ই ঝগড়া করতেন বলে জানা যায় । গত কয়েক মাস আগে মাদক মামলায় লালবাগ থানায় গ্রেফতার হয় জুয়েল। বেশ কয়েকদিন জেল খেটে গত তিনদিন আগে জেল থেকে বের হন তিনি।
এসআই জহিরুল ইসলাম আরো বলেন, জেলে থাকা অবস্থায় মা-বাবা জুয়েলের ওপর রাগ করে জেলখানায় দেখতেও যাননি। এ বিষয় নিয়ে মঙ্গলবার রাতে ঝগড়া হয় তার মা ইয়াসমিনের সঙ্গে। এক পর্যায়ে হাতের কাছে ছুরি দিয়ে মাকে ছুরিকাঘাত করেন পরে বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়েও জখম করে এই কুলাঙ্গার ছেলে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মা ইয়াসমিনের। এ ঘটনায় ছেলেকে আটক করা হয়েছে। তার নামে মামলা রুঝুর প্রকিয়া চলছে ।