রাজিউল ইসলাম,নিজস্ব প্রতিবেদক।।
রাজধানীর উত্তরায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম তৌহিদুল ইসলাম। আজ শুক্রবার (২৮/২/২০২০) রাত নয়টায় দিকে এ দুর্ঘটনা ঘটে।
্এ ঘটনার ব্যাপারে ঢাকার রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মল্লিক হায়দার দৈনিক বাংলার রুপকে বলেন, উত্তরা ৪ নম্বর সেক্টরের ১০ নম্বর সড়কের মাথায় জামতলা বাজারের সামনে লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তৌহিদুল ইসলাম ওই এলাকার একটি কোম্পানির মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি খুলনার খালিশপুরে। অসচেতনভাবে রেললাইন পার হওয়ার সময় তিনি দুর্ঘটনায় পড়েন।