রাঙ্গাবালীতে ছাত্রলীগ কর্মীর আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল।

0
75
রাঙ্গাবালী প্রতিনিধি:
পটুয়াখালীর  রাঙ্গাবালীতে এক ছাত্রলীগ কর্মীর আপত্তিকর  ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে সরগরম পুরো উপজেলা। শুরু হয়েছে নিন্দা ও সমালোচনার ঝড়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার আলোচিত এই ছাত্রলীগ কর্মী রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়েন ভূইয়াকান্দা গ্রামের শাহাজান ভূইয়ার ছেলে সাজ্জাদ হোসেন রুবেল(২৫)। তিনি মৌডুবী ইউনিয়েন ছাত্রলীগের সভাপতির পদপ্রত্যাশী।
জানা গেছে, সম্প্রতি সময়ে ইংরেজিতে Sonia Islam  নামের একটি ফেসবুক আইডি থেকে ছাত্রলীগ কর্মী সাজ্জাদ হোসেন রুবেলের আপত্তিকর ছবি দিয়ে একটি পোস্ট করা হয়। সেই পোস্টে উল্লেখ করা হয়‘‘সাজ্জাদ হোসেন রুবেল তুমি আমার জীবনটা ধ্বংস করে এভাবে চলে যাবে, আমি কল্পনাও করতে পারি নাই, তুমি যখন যেখানে যেতে বলছো সেখানেই তোমার জন্য গিয়েছি,বাড়িতে মিথ্যা কথা বলে তোমার জন্য কত রাত যে কুয়াকাটা হোটেলে কাটিয়েছি সেটা তুমি ভাল করেই জানো। আমার জীবনটা নষ্ট করে তুমি যদি সুখী হতে পার তাহলে তোমার জন্য শুভ কামনা রইল’’
ঘটনাটি ছাত্রলীগের ভাবমূর্তির জন্য হুমকিস্বরূপ বলে মনে করেন স্থানীয় ছাত্রলীগসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অনেক ফেসবুক ব্যবহারকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ছবি দেখে  রুবেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ ছাত্রলীগের প্রতি আহবান জানিয়েছেন।এ ঘটনায় স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বিরাজ করছে।
মৌডুবী ইউনিয়নের কয়েকজন ছাত্রলীগ কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, রুবেলকে নিয়ে ইউনিয়ন ছাত্রলীগ নেতৃত্বে আগে থেকে অনেক বিতর্ক চলছে। এখন ইউনিয়ন  ছাত্রলীগের সম্মানটুকুও নষ্ট করছে রুবেল।
স্থানীয় সূত্রে জানা যায়,তিনি মৎস্য ব্যবসায়ী।মৌডুবী মুখরবান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছে রুবেল। পড়ালেখা ছেড়ে জাহাজমারা স্লুইসগেটে বাবার মালিকানাধীন মেসার্স জিদান ফিস্ এন্ড ট্রেডার্সের পরিচালনার দায়িত্ব নেন রুবেল। বর্তমানেও বাবার সেই মৎস্য ব্যবসা পরিচালনা করছেন তিনি। ক্ষমতা আর প্রভাবের জন্য ছাত্রলীগ নেতা হতে মরিয়া হয়ে পড়ে সে। রুবেল ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিল না। সে তার ব্যবসা নিয়ে ব্যস্ত। শুধু ক্ষমতার জন্য ছাত্রলীগের রাজনীতিতে আসেন।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ কর্মী সাজ্জাদ হোসেন রুবেল জানান, আমাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র চলছে,  সোনিয়া ইসলাম নামে কাউকে আমি চিনি না।
জানতে চাইলে এ বিষয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান শিবলী বলেন, বিতর্কিত কর্মকান্ডে কেউ জড়িত থাকলে তাকে ছাত্রলীগ গ্রহণ করবে না।
এ বিষয়ে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক মোঃ ইকবাল হোসেন ভূইয়া বলেন, মৌডুবী ইউনিয়নে সাংগঠনিক ভাবে এখনো কমিটি দেওয়া হয় নাই।এই বিষয়ে সম্পূর্ণ সিদ্ধান্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক নিবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here