সোহান আহমেদ (সানাউল),সাভার, ঢাকা।।
বাংলাদেশে প্রধান রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল যেটা দেশের স্বাধীনতা, ভাষার অধিকার, গণতন্ত্রের অধিকারের জন্য জন্ম লগ্ন থেকে নেতৃত্ব দিয়েছে আসছে । আগামী ২০ ডিসেম্বর আওয়ামী লীগ কাউন্সিল হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।
আজ শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পূনর্বাসন কেন্দ্র (সিআরপি’র) ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।