নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপি বিশৃঙ্খলা করলে শিক্ষা দেয়া হবে বলে জানিয়েছে তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর-১০ নম্বরের শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘ওরা আমাদের ঘেরাও করার কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি করলে, জবাব দেয়া হবে। আমরাও বিএনপিকে ঘেরাও করে শিক্ষা দিয়ে দেবো।
‘যেই কুকুর লেজ গুটিয়ে ফেলে, সেই কুকুরের ঘেউ ঘেউ করে বেশি। বিএনপির আওয়াজ বেশি উল্লেখ করে বলেন – খালি কলসি বাজে বেশি।’
শান্তি সমাবেশে ভিসা নীতি নিয়ে বলেন, আমেরিকার সঙ্গে সরকারের সম্পর্ক ঘনিষ্ঠ।’‘যারা নির্বাচন বানচাল করবে তাদের জন্য ভিসা নীতি। আওয়ামী লীগ ভিসা নীতি নিয়ে মাথা ঘামায় না। ভিসা নীতি একটা বিচ্ছিন্ন বিষয়।
সকল ষড়যন্ত্র ছিন্ন করে আবারও নির্বাচনে জয়ী হবো এমনটা উল্লেখ করে বলেন,বিএনপির ষড়যন্ত্র সফল হবে না।২০১৮ সালেও তারা বলেছে সরকারকে টেনে নামিয়ে ফেলবে। আওয়ামী লীগ এই ধরনের ষড়যন্ত্র পরোয়া করে না।
দুপুর থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দিতে শুরু করেন।এসময় ব্যানার, ফেস্টুনে ছেয়ে যায় সমাবেশ এলাকা। ‘শেখ হাসিনার সরকার, বার বার দরকার’এই স্লোগানে সমাবেশস্থল মুখর করে তোলেন।
আগামী নির্বাচন সামনে রেখে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান নেতারা।বিএনপি জামায়াতের নৈরাজ্য বন্ধের দাবি জানান তারা।এ সময় কর্মীদের নৌকার পক্ষে কাজ করার নির্দেশ দেন।
সমাবেশে সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলের সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান,মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান সহ উত্তর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।