যমুনা টেলিভিশনের এক জৈষ্ঠ সাংবাদিক করোনায় আক্রান্ত বলে ফেসবুকে স্ট‌্যাটাস।।

0
7

বাংলার রূপ,নিজস্ব প্রতিবেদক।।

যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ এক সাংবাদিক ফেসবুকে পোস্ট দিয়ে নিজের করোনা শনাক্তের খবর জানালেন আজ শুক্রবার ( ১০ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এ কথা জানান।বর্তমানে তিনি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

করোনা শনাক্ত এই সাংবাদিক তার ফেসবুক পেজে স্ট‌্যাটাস দিয়ে জানান, তিনি ও তার শ্বশুর দুজনেই করোনা আক্রান্ত হয়েছেন।তবে তার অবস্থা কিছুটা ভালো হলেও শ্বশুর বেশ অসুস্থ। সবার কাছে তাদের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন এ সাংবাদিক। একই সঙ্গে তার পরিবারের সবার করোনা শনাক্তকরণের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও তিনি জানান।
গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) যুমনা টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর রোকসানা আনজুমান  নিকোল এক সংবাদকর্মীর করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার খবর সংবাদমাধ্যমকে নিশ্চিত করে বলেন, এ ঘটনায় টেলিভিশনটির আরও ৩৪ জন সংবাদকমীকে সেলফ আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছে টেলিভিশন কর্তৃপক্ষ।

তিনি আরও বলেন, করোনা ভাইরাস আক্রান্ত সংবাদকর্মী খালেদা জিয়ার মুক্তির অ্যাসাইনমেন্ট কভার করে ১৫ দিনের হোম কোয়ারেন্টাইনে ছিলেন। এরপর তিনি একদিন অফিস করে একদিনের ছুটি নেন তার শ্বশুরের করোনা ভাইরাস পরীক্ষা করানোর জন্য। তার শ্বশুরকে পরীক্ষা করাতে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তারও পরীক্ষা করানোর পরামর্শ দেন। পরীক্ষা করে দুজনেরই কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

এর আগে গত ৩ এপ্রিল ইনডিপেনডেন্ট টেলিভিশনের এক সংবাদকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here