ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে ২৩ জনের মৃত্যু।

0
27

আবু নাঈম

ময়মনসিংহঃ

ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, ২৫ জুলাই সকাল ৮টা থেকে ২৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের আইসিইউতে ২২ জনসহ মোট ৪৫৬ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৮৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ জন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা.মোঃ নজরুল ইসলাম জানান, রোববার ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে মোট ১২৬৩টি নমুনা পরিক্ষা করে ৩৭০ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ২৯.২৯ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here