ক্রীয়া প্রতিবেদক।
ফুটবল তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর ক্যারিয়ার জুড়ে রেকর্ড ভাঙা গড়ার খেলায় নতুন রেকর্ড গরলেন এই তারকা।সাবেক তারকা ফরওয়ার্ড রাউল গানসালেশের পাশে এই তারকা নাম লেখান।চ্যাম্পিয়ান লীগের ৩৩ টি আলাদা ক্লাবের বিপক্ষে গোল করেন এই তারকা।সেরা প্রতিদন্ধী লিওনেল মেসিকেও টেক্কা দিলেন এই রোনালদো।
৩২ টি ক্লাবের বিপক্ষে গোল করে যৌথভাবে দ্বিতীয় স্থানের তালিকায় ছিলেন এই সেরা দুই ফুটবলার।এবারের গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ডে জার্মানির ক্লাব বায়ার লেকারকুজেনের বিপক্ষে ইউভেন্তেসের ৩-০ গোলের ব্যাবধানের জয়ের ম্যাচটিতে,দলের শেষ গোলটি করে এই রেকর্ড গরেন রোনালদো।
খেলার মাত্র ২ মিনিট বাকি তখনই পাওলো দিবালার দারুণ পাশ ডিবক্সে ধরে এঙ্গেল শর্টে গোল রক্ষক আগুয়ানকে ফাকি দেন।পাঁচবারের বর্ষ সেরা এই ফুটবলার,এবারের আসরে চ্যাম্পিয়ন লীগের পর্তুগিজ ফরওয়ার্ডের এটি প্রথম গোল।ইউরোপের সেরা প্রতিযোগিতায় সব মিলিয়ে রেকর্ড গোল দাতার ১২৭ টি গোল হয়েছে।