মেট লাইফ নামের  প্রতারনাকারি প্রতিষ্ঠানের ৮ প্রতারককে  আটক করেছে র‌্যাব।।

0
35

সোহান আহামে্দ সানাউল।

 

 সাভারে আশুলিয়ার জিরানি বাজার এলাকায় মেট লাইফ নামক একটি প্রতারণাকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৮ প্রতারককে আটক করেছে র‍্যাব ৪ । উদ্ধার করা হয়েছে প্রতারনার শিকার ৪২ জন ভুক্তভোগী ।

 

আটককৃতরা হলেন,  ১) মোঃ হাসান (২৭), পিতা- হামিদুল ইসলাম, সাং- কিসামত ডাঙ্গী, থানা- সৈয়দপুর, জেলা- নিলফামারী, এ/পি- পদ্মা গেইট, জিরানী বাজার, ২) নীল রতন দাস (২৩), পিতা- অরুন দাস, সাং- কামার কাঠী, থানা- সরুপকাঠী, জেলা- পিরোজপুর, এ/পি- জিরানী বাজার ,৩) মোঃ মেহেদী হাসান (২৫), পিতা- মাঃ মাসুম ফকির, সাং- সিতাইকুন্ড, থানা- কোটালিপাড়া, জেলা- গোপালগঞ্জ, এ/পি- জিরানী বাজার,, ৪) মাঃ ফাহিম আহম্মদ (২০), পিতা- মোজাহিদুল ইসলাম , গ্রাম – পূর্ব খামার, থানা- পিরগাছা, জেলা- রংপুর, এ/পি- জিরানী বাজার, ৫) আঃ রাজ্জাক (২৪), পিতা- নইফুল ইসলাম, সাং- চরচড়া বাড়ী, থানা- নিলফামারী সদর, জেলা- নিলফামারী, এ/পি- জিরানী বাজার (মতিনর বাড়ীর ভাড়াটিয়া),  ৬) মোঃ  ইয়াছিন (২৮), পিতা- রবিউল ইসলাম, সাং- রাতইল, থানা- কাসিয়ানী, জেলা- গোপালগঞ্জ, এ/পি- জিরানী বাজার , ৭) মাঃ নুর ইসলাম  স্বপন (৪০), পিতা- মৃত খতিব উদ্দিন, সাং- আরাজিনিয়ামত, থানা- গঙ্গাচালা, জেলা- রংপুর, এ/পি- জিরানী বাজার, মধা বাড়ি ।

 

এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে  ০৩ টি সিপিইউ, ০৫টি কম্পিউটার মনিটর, ০২ টি মাউচ, ০৩ টি কি-বোর্ড,  ০৮ টি মোবাইল সেট, ১০ টি বিভিন্ন রেজিষ্টার বই, ০১ টি সীল প‌্যাড, ২০ টি আইডি কার্ড,  ১৭ টি ভর্তি ফরম, ০২ টি মানি রিসিভ বই জব্দ করা হয়। এ সময় উক্ত কাম্পানীর প্রতারনার শিকার ৪২ জনকে উদ্ধার করা হয়।জানা যায় প্রতরক চক্র ভুক্তভোগীদর কাছ থেকে ১৭,০০,০০০/- (সতর লক্ষ) টাকার ,বেশি হাতিয়ে নিয়েছে।

 

এই ঘটনায় র‌্যাব জানায়,( ৮ জানুয়ারি ২০২০) বুধবার রাত ৮ টার দিকে র‌্যাব ৪ এর কোম্পানি কমান্ডার মেজর শিবলি মোস্তফার নেতৃত্বে জিরানী বাজার এলাকায় মেট লাইফ লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এতে চাকুরী প্রদানের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের ০৮ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

 

র‌্যাব ৪ এর কোম্পানি কমান্ডার শিবলি মোস্তফা আরো জানান,এসময় ঘটনাস্থল থেকে ৪২ জন প্রতারিত ভুক্তভোগীকে উদ্ধার করা হয় ।তিনি বলেন প্রতারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here