ভোলা প্রতিনিধি।
ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে রোববার দুপুরে মেঘনা নদীর ভোলা-বরিশাল সীমান্তবর্তী এলাকায় ২৪ জেলেসহ একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে । এতে তাৎক্ষণিকভাবে ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়।এবং একজনকে মৃত উদ্ধার করা হয় ।পরে আরও তিনজনকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড।তবে এ ঘটনায় এখনো ১০ জেলে নিখোঁজ বলে জানা যায়।
এই ঘটনায় কোস্ট গার্ড দক্ষিণ জোন ভোলার মিডিয়া কর্মকর্তা এম হায়াত ইবনে সিদ্দিক সাংবাদিকদের বলেন, রবিবার দুপুরে ২৪ জন জেলে চাঁদপুরে মাছ বিক্রি করে ট্রলারে করে ভোলার চরফ্যাশনে ফিরছিলেন। পথে মেঘনা নদীর ভোলা-বরিশালের সীমান্তবর্তী এলাকায় ট্রলারটি ডুবে যায়।
“এতে মোরশেদ নামের এক জেলের মৃত্যু হয়। এ পর্যন্ত ১৩ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনও ১০ জেলে নখোঁজ রয়েছেন।
তবে নিখোঁজের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান, এই কোস্ট গার্ড কর্মকর্তা।