মূর্তি নয় স্বদেশ প্রেমের প্রতীক হয়ে থাকবেন বঙ্গবন্ধু:ডাঃএনামুর রহমান।

0
85

মোঃরায়হান আলী 

আশুলিয়া প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় সাভারের আশুলিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য নিয়ে ধৃষ্টতাপূর্ণ আচরণকারী, জঙ্গিবাদ, মৌলবাদ ও অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাভার আশুলিয়ার ঢাকা- আরিচা- চন্দ্রা মহাসড়কে ০৪ ডিসেম্বর শুক্রবার সকাল দশটার (১০) টার দিকে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর ভাষ্কর্য বানানোর বিরুদ্ধে মূলত প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। ধৃষ্টতাপূর্ণ আচরণকারী, জঙ্গিবাদ, মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদ করেন আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ, আশুলিয়া ইউনিয়ন পরিষদ, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক  সংগ্রামী, বিপ্লবী ও সাহসী নেতা ফারুক হাসান তুহিন এবং আশুলিয়া থানার যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়। বিক্ষোভ মিছিল টি তে আরও উপস্থিত ছিলেন আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দূর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, যারা স্বদেশকে ভালোবাসেনা তারা কখনো বঙ্গবন্ধু কে ভালোবাসতে পারেনা। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ধৃষ্টতাপূর্ণ আচরণ করে তারা কখনো স্বদেশের মঙ্গল চায় না। এক পর্যায়ে তিনি সাংবাদিকের আলাপ কালে আরও জানান, মূর্তি নয় স্বদেশের কাছে ভালোবাসার প্রতীক হয়েই থাকবেন বঙ্গবন্ধু। অবশেষে বলেন, সামপ্রদায়িকতার মধ্য দিয়েই দেশ ও জাতি সামনের দিকে এগিয়ে যাবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here