আরিফুল হক তারেক
মুলাদী প্রতিনিধি:
মুলাদীতে সড়ক দুর্ঘটনায় নাজমুল হাসান নামের একজন মোটরসাইকেল চালক আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মুলাদী-হিজলা সেতুর পূর্ব পাড়ে এই ঘটনা ঘটে। নাজমুল হাসান পার্শ্ববর্তী মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার কাদিরাবাদ গ্রামের নাসির বিশ্বাসের ছেলে। তিনি মোটরসাইকেলে বাড়ি থেকে বরিশাল যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী আবু হানিফ জানান, নাজমুল হাসানের দ্রুত গতির মোটরসাইকেলটি সেতুর পূর্বপাড়ের ঢালে দিয়ে ওঠার সময় বিপরীত দিকের একটি অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এসময় নাজমুল ছিটকে রাস্তায় পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।
মুলাদী হাসপাতালের চিকিৎসক মিজানুর রহমান জানান, নাজমুলের হাতের রগ কেটে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাটা রগের চিকিৎসা না থাকায় বরিশাল পাঠানো হয়েছে।