মুলাদীতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি অব্যাহত থাকায় ঝুকিতে নারী ও শিশুরা।

0
12

মোঃফোরকান হোসেন

নিজস্ব প্রতিবেদক :

মুলাদীতে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের অব্যাহত কর্মবিরতিতে ঝুকিতে পড়েছে শিশু ও নারীরা। নবজাতক ও গর্ভবতী নারীদের টিকা না দেওয়ায় মারাতœক স্বাস্থ্য ঝুকিতে রয়েছে মা ও শিশুরা। গত ২৬ নভেম্বর থেকে উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের নেতৃত্বে ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী ঘোষিত স্বাস্থ্য সহকারীদের সুবিধা বাস্তবায়ন, ২০১৮ সালে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বর্তমান স্বাস্থ্য মন্ত্রী, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য পরিচালকদের লিখিত চুক্তি বাস্তবায়ন করে স্বাস্থ্য পরিদর্শকদের ১১তম বেতন গ্রেড, সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের ১২তম এবং স্বাস্থ্য সহকারীদের ১৩তম বেতন গ্রেডে উন্নীত করে ইন-সার্ভিস প্রশিক্ষণ দিয়ে স্বয়ংক্রিয় ভাবে ১১তম বেতন গ্রেড প্রদানের দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে আসছে। সোমবার মুলাদী হাসপাতালের সামনে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দীন বাঘা, সহ-সভাপতি জসিম উদ্দীন খান, আবু তালেব, সাধারণ সম্পাদক জিয়াউল হক টিপু, যুগ্ম সম্পাদক মোসাঃ নাসিমা, সাইমুম হাসান, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, মহিলা সম্পাদক মরিয়ম নেছা, প্রচার সম্পাদক নাহিদুল হক, কোষাধ্যক্ষ খাদিজা পারভীন, আইন সম্পাদক আল মামুন, দপ্তর সম্পাদক মোসাঃ মুন্নি, ক্রীড়া সম্পাদক এলিনা জাহানসহ স্বাস্থ্য পরিদর্শক ও সহকারীবৃন্দ। অবস্থান কর্মসূচিতে বক্তারা জানান বাংলাদেশের ২৬ হাজার স্বাস্থ্য সহকারীরা শিশুদের বিসিজিসহ ১০টি মারাত্বক রোগের প্রতিষেধক, গর্ভবতী মায়েদের ধনুষ্টঙ্করের টিকা প্রদান করে থাকে। টেকনিক্যাল কাজ করায় তারা টেকনিক্যাল বেতন গ্রেড দাবীতে তারা এ কর্মসূচি পালন করছে এবং দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যহত থাকবে বলে ঘোষণা দেন স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের নের্তৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here