মুলাদীতে বিনা মূল্যে অক্সিজেন সার্ভিসের উদ্বোধন।

0
1

মোঃফোরকান হোসেন
নিজস্ব প্রতিনিধিঃ

বরিশালের মুলাদীতে বিনা মূল্যে অক্সিজেন সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলার আলোকিত মুলাদীর কার্যালয়ে এ সার্ভিসের উদ্বোধন করা হয়। মুলাদী উপজেলায় করোনা মহামারির প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সামাজিক সংগঠন আলোকিত মুলাদীর প্রধান উপদেষ্টা মিজানুর রহমান হাওলাদার সাধারণ মানুষকে বিনা মূল্যে অক্সিজেন সেবা পৌছে দিতে এই উদ্যোগ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকিত মুলাদীর উপজেলা সভাপতি দিদারুল আহসান খান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর মোহাম্মদ হোসাইনী। অক্সিজেন সার্ভিসের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইয়েদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মুলাদী থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান, ডক্টর ডা. মোশাররফ হোসাইন ঝিলু। এসময় উপস্থিত ছিলেন আলোকিত মুলাদীর সদস্য মশিউর রহমান টিপু হাওলাদার, ছাত্রলীগ নেতা সিকদার শাওনসহ আলোকিত মুলাদীর স্বেচ্ছাসেবীবৃন্দ।

আলোকিত মুলাদীর প্রধান উপদেষ্টা মিজানুর রহমান হাওলাদার জানান, প্রাথমিক পর্যায়ে ৪টি সিলিন্ডার দিয়ে অক্সিজেন সেবা কার্যক্রম শুরু করা হয়েছে। ২/৩দিনের মধ্যে আরও ১০টি সিলিন্ডার যুক্ত করা হবে। উপজেলায় মানুষের প্রয়োজনে যতগুলো সিলিন্ডার লাগবে পর্যায়ক্রমে তার ব্যবস্থা করবে আলোকিত মুলাদী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here