মোঃফোরকান হোসেন
নিজস্ব প্রতিনিধিঃ
মুলাদীতে বিদ্যুৎস্পর্শে আহাদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ২টার দিকে মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষীপুর (বেইলিব্রিজ) এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহাদ চরলক্ষীপুর গ্রামের সবুজ ঢালীর ছেলে। সে বাড়ির পাশে খেলতে গিয়ে বিদ্যুতের ছেড়া তারের স্পর্শে বিদ্যুতায়িত হয়।
স্থানীয়রা জানান, শনিবার পল্লিবিদ্যুতের লোকজন লাইন বন্ধ করে চরলক্ষীপুর এলাকায় গাছের ডালপালা কাটে। ওই সময় বিদ্যুতের তারের সাথে কাঁচা ডাল লেগে থাকে। দুপুরের দিকে বিদ্যুৎ সংযোগ চালু হলে তার ছিড়ে পড়ে যায়। কেউ বিদ্যুতের ছেড়া তার দেখতে পায়নি। আহাদ বাড়ির পাশে খেলতে গিয়ে বিদ্যুতের তার স্পর্শে আহত হয়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। ওই সময়ে বিদ্যুতের ছেড়া তার স্পর্শে একই বাড়ির হাওয়ানুর বেগম ও শেফালি বেগম আহত হয়। মুলাদী পল্লী বিদ্যুতের ডিজিএম আনন্দ কুমার কুন্ড জানান, বিদ্যুতায়িত হওয়ার সংবাদ পাওয়া সাথে সাথে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিদ্যুতের তার ছিড়ে যাওয়ার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
এব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাকসুদুর রহমান বলেন, পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।