আরিফুল হক তারেক
মুলাদী (বরিশাল) প্রতিনিধি :
মুলাদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন মুলাদী পৌর বিএনপির সভাপতি আঃ রব খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ ছত্তার খান। বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা মহিলা দলের সভাপতি শায়লা শারমিন মিম্মু, সাংগঠনিক সম্পাদক লিপি নাসরিন, উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুর হাওলাদার, সফিপুর ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সভাপতি এসকান্দার আলী বাঘা, গাছুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ লালন, মুলাদী পৌর বিএনপির ওয়ার্ড সভাপতি রাজ্জাক চৌকিদার, আক্তার হোসেন আকন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম, আফজাল হোসেন, নজরুল ইসলাম সিকদার, উপজেলা যুবদল নেতা বনী আমিন খান, পৌর ছাত্রদলের আহবায়ক সোহানুর রহমান সোহান, সদস্য সচিব কবির মোল্লা, কলেজ ছাত্রদল সদস্য সচিব রেজা, যুগ্ম আহবায়ক রিফাত মল্লিকসহসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সভায় আলহাজ্ব আঃ ছত্তার খান বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য মানুষের ক্রয়সীমার বাইরে চলে যাচ্ছে। সরকার করোনা মহামারী নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। সরকার এসব না দেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি নিয়ে অপরাজনীতি করে জনগণকে বিভ্রান্তি করার চেষ্টা চালাচ্ছে। সরকারের ষড়যন্ত্র রুখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।