মোঃফোরকান হোসেন
নিজস্ব প্রতিনিধিঃ
মুলাদীতে পৌর মেয়র শফিক উজ্জামান রুবেলকে সংবর্ধণা দেওয়া হয়েছে। শনিবার বেলা ১২ টায় মুলাদী ইসলামিয়া ফাযিল মাদরাসা মাঠে তাকে সংবর্ধণা দেওয়া হয়। মুলাদী পৌরসভায় ৩য় বার মেয়র নির্বাচিত হওয়ায় মাদরাসার পক্ষ থেকে এই সংবধর্ণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃহারুন অর রশিদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, উপজেলা জাতীয় পার্টি (জাপা) সভাপতি হারুন অর রশিদ খান, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আরিফ হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক জিয়াউল আহসান খান শিপু, আ. লীগ নেতা রফিকুল ইসলাম বাচ্চু হাওলাদার, উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুফতি রফিকুল ইসলাম, যুবলীগ নেতা হাজ্বী মিঠু হাওলাদার, কাজী কামাল হোসেন, পৌর ছাত্রলীগ সভাপতি জুনায়েত আহসান খান তিলক প্রমুখ।