আরিফুল হক তারেক
মুলাদী (বরিশাল) প্রতিনিধি:
মুলাদীতে পানিতে ডুবে আবরার নামের দের বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা ২টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের রাঘুয়া কাজিরচর গ্রামে এই ঘটনা ঘটে। আবরার হোসেন ওই গ্রামের মো. অ্যাডমুন মিয়ার পুত্র। সে খেলতে গিয়ে বাড়ির পিছনে পুকুরে ডুবে যায়।
স্বজনরা জানান, আবরার সোমবার দুপুরে বাড়ির উঠোনে খেলতে ছিলো। কোনো একসময় সে বাড়ির পিছনে গিয়ে পুকুরে পড়ে যায়। তার মা তাকে উঠোনে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন।
পরে বেলা ২টার দিকে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। আড়াইটার দিকে আবরারকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।