আরিফুল হক তারেক
মুলাদী (বরিশাল) প্রতিনিধি:
মুলাদীতে দুর্নীতি প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটি এই কর্মসূচির আয়োজন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিল্পনা কর্মকর্তা ডা. মো. সাইয়েদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সোহেল রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহারিন আফরোজ, মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম মাকসুদুর রহমান, উপজেলা বন কর্মকর্তা মো. খলিলুর রহমান, মুলাদী সদর ইউনিয়ন চেয়ারম্যান কামরুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ছালেহ উদ্দীন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অহেদুজ্জামান আনোয়ার তালুকদার, মুক্তিযোদ্ধা প্রজন্ম শাহ আলম ঢালীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।