মুলাদীতে দুর্গা পুজায় আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের মতবিনিময়।

0
8

আরিফুল হক তারেক 
মুলাদী (বরিশাল) প্রতিনিধি:

মুলাদীতে পুজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে থানা পুলিশের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় মুলাদী থানা মিলনায়তনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। শারদীয় দুর্গোৎসবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষে পুলিশ এই সভা করে। এতে সভাপতিত্ব করেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম মাকসুদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন মুলাদী সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মতিউর রহমান, উপজেলা আনসার ভিডিপি সহকারী কর্মকর্তা শাহানুর বেগম, উপজেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মৃণাল কান্তি তালুকদার, সাধারণ সম্পাদক তাপস মজুমদার, মুলাদী কেন্দ্রীয় পুজা মন্ডপের সভাপতি অর্জুন দাস, সাধারণ সম্পাদক গোবিন্দ ঘোষ, বেইলি ব্রিজ দুর্গা মন্দিরের সভাপতি ধীরেন দাস, বড়ইয়া কান্দি দুর্গা মন্দিরের সভাপতি শঙ্কর বাগচি, রেখা রানী মন্ডল উপজেলার বিভিন্ন পুজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ।
এবছর মুলাদী উপজেলায় ১১টি পুজা মন্ডপে দুর্গাৎসব উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস মজুমদার। সভায় করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে পুজা উদযাপন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহবান জানান সিনিয়র এএসপি মতিউর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here