আরিফুল হক তারেক
মুলাদী (বরিশাল) প্রতিনিধি:
মুলাদীতে আরও ৩৫জনের করোনা শনাক্ত হয়েছে। আজ সোমবার ১৯ জুলাই মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ৫২জনের নমুনা পরীক্ষায় এই রোগী শনাক্ত হয়। শনাক্তের হার প্রায় ৬৭ শতাংশ। শনাক্তদের মধ্যে পুরুষ ১৯জন এবং মহিলা ১৬জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা পরীক্ষা ইউনিট জানায়, মুলাদীতে ব্যাপক হারে সংক্রমন বাড়ছে। করোনা আক্রান্তের দিক দিয়ে বরিশাল জেলা সদরের পরই মুলাদী উপজেলার অবস্থান। সংক্রমন রোধে সবাইকে মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান স্বাস্থ্যকর্মীরা।