মুকসুদপুর থানার ৩ পুলিশ কনস্টেবলসহ নতুন করে ৬ জনের শরিরে করোনা শনাক্ত।

0
12

শাজেদুল বারি,গোপলগঞ্জ প্রতিনিধি।।

গোপালগঞ্জের মুকসুদপুর থানার ৩ পুলিশ কনস্টেবলসহ নতুন করে ৬ জনের শরিরে নোভেল করোনা ভাইরাস-এর জীবানু শনক্ত হয়েছে। এ নিয়ে গোপালগঞ্জ জেলায় মোট ৯ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে বলে সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ নিশ্চিত করেছেন।

তবে আক্রান্ত ৯ জনের মধ্যে বেশিরভাগ রোগিই নারায়নগঞ্জ থেকে এসেছেন বলেও তিনি মন্তব্য করেন।

তিনি জানান, এর আগে টুঙ্গিপাড়ার গেমাডাঙ্গা মল্লিকের মাঠ এলাকায় স্বামী-স্ত্রী ও সড়ইডাঙ্গায় এক ব্যক্তির দেহে করোনার অস্তিত্ব মেলে। সোমবার (১৩ এপ্রিল) আইইডিসিআর থেকে আরো ৬ জনের দেহে করোনার অস্তিত্ব রয়েছে বলে রিপোর্ট এসেছে।

এদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার উরফি, চন্দ্রদিঘলিয়া এবং গোলাবাড়িয়া গ্রামের ৩ জন এবং মুকসুদপুর থানার তিন পুলিশ কনেষ্টবল রয়েছেন।  তিনি জানান, তারা ২৪ পুলিশ সদস্যের নমূনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠায়। সেখান থেকে ৩ জন পুলিশ কনেষ্টবলের শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে।

এ ব‌্যাপারে তিনি আরো বলেন, সদরের তিন জনকে আইসোলেশনে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। মুকসুদপুর থানার ৩ কনেষ্টবলকে ইতোমধ্যে মুকসুদপুর উপজেলা কমপ্লেক্স-এর অস্থায়ী আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে। এছাড়া টুঙ্গিপাড়া উপজেলার ৩ জনকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আইসোলেশনে রাখা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here