মির্জাপুরে স্বতন্ত্র প্রার্থীর অফিস তছনছ,পোষ্টার ছিড়ে ফেলার অভিযোগ।

0
3
এজেড হীরা
শেরপুর ( বগুড়া ) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মির্জাপুর  ইউনিয়নে আসন্ন নির্বাচনে  স্বতন্ত্র চেয়ারম্যান  পদপ্রার্থী আলহাজ জাহিদুল ইসলামের আনারস প্রতিকের  অফিস  কে বা কারা তছনছ করে  অফিসে টানানো প্রতিক সম্বলিত পোষ্টার এবং  পিভিসি প‍্যানা ছিড়ে ফেলার  অভিযোগ পাওয়া  গেছে।
 জানাযায়  মির্জাপুর ইউনিয়নের  ৩ নং ওয়ার্ডের মাথাইলচাপড় আমবাগিচা বাজারের  ভোট কেন্দ্র সংলগ্ন  স্হানে স্বতন্ত্র   চেয়ারম্যান প্রার্থী আলহাজ জাহিদুল ইসলামের  একটি নির্বাচনী অফিস গত ২৭ শে অক্টোবর  সন্ধায় উদ্বোধন  করা হয়।   উদ্বোধনের ৪ দিনের মাথায় গত শনিবার  রাত আনুমানিক ১টার দিকে অজ্ঞাত  ব‍্যক্তিরা উম্মুক্ত অফিসে ঢুকে তছনছ করে টানানো পোষ্টার এবং  পিভিসি প‍্যানা ছিড়ে ফেলে চলে যায়।  এদিকে  পোষ্টার ছিড়ে ফেলার ঘটনায়  স্বতন্ত্র প্রার্থী আলহাজ জাহিদুল ইসলাম বলেন আমার নির্বাচনী অফিসের পোষ্টার ছিড়ে ফলার  ঘটনা রোববার  সকালে আমাকে জানানো হয়েছে।  তিনি বলেন পোষ্টার ছিড়ে ফেলে আমার  বিজয় ঠেকানো যাবেনা জনগন আমাকে  বিপুল ভোট চেয়ারম্যান  নির্বাচিত করবে। এ ধরনের কাজ যারাই করে  তাদের সংশোধন হয়ে কল‍্যানমুলক কর্মকান্ডে ফিরে আলোর পথে অগ্রসর হওয়ার  পরামর্শ দেন এ চেয়ারম্যান  প্রার্থী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here