মিথ্যা মামলা হতে সহপাঠীদের মুক্তির দাবীতে প্রেসক্লাবে মানববন্ধন।।

0
15
বাংলার রূপ,নিজস্ব প্রতিবেদক।।
অবসরপ্রাপ্ত মেজর সিনহা রশিদের সঙ্গে থাকা স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ম‍িথ‍্যা মামলা থেকে মুক্তির দাবি জানিয়েছেন তার সহপাঠীরা।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি করা হয়। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন আমাদের সহপাঠীদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে অযথা হয়রানি করা হচ্ছে মেধাবী শিক্ষার্থী শিপ্রা ও সিফাতকে।
গত শুক্রবার (৩১জুলাই) কক্সবাজারের শামলাপুর এলাকায় চেকপোস্টে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা রশিদ প্রাণ হারান। এ সময় আটক করা হয় তার সঙ্গে থাকা রাজধানীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে।
অকারণে আটকৃত সহপাঠী শিপ্রা ও সিফাতের মুক্তির দাবিতে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীরা। তাদের দাবি, মিথ্যা অভিযোগে হয়রানি করা হচ্ছে এ দুই শিক্ষার্থীকে।
পুলিশের করা মামলার কারণে শিপ্রা ও সিফাতের শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হবে উল্লেখ করে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের দ্রুত মুক্তি দেয়ার দাবি করেন শিক্ষার্থীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here