মায়ের সাথে গোসল করতে নেমে নিখোঁজ ১৪ বছরের কিশোর।।

0
11

মো:মামুন অর রশিদ ,পটুয়াখালি প্রতিনিধি।।

পটুয়াখালির গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের রাব্বি (১৪) নামের এক কিশোর নদীতে মায়ের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে। নিখোজের পর থেকেই পুলিশ ও স্থানীয় লোকজন জাল টেনে তাকে খোঁজাখুঁজি করছে।তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে পাওয়া যায়নি।

স্থানীয় গ্রামবাসীও গলাচিপা থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ই এপ্রিল) দুপুরে গলাচিপা  উপজেলার সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের শহিদুল মৃধার ছেলে রাব্বি তার মা সূর্যভানুর সাথে নদীতে গোসল করতে যায়। এসময় অন্যান্যদের সাথে রাব্বি নদীতে ঝাঁপ দিলে সবাই উঠে গেলেও রাব্বি আর উঠে আসেনি। কিছু সময় অপেক্ষার পর সবাই খোঁজাখুঁজি শুরু করে।

পরে স্থানীয় লোকজন এসে জাল টেনে রাব্বিকে খোঁজার চেষ্টা শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

এ বিষয়ে গলাচিপা সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাদি জানান, ‘রাব্বি তার মায়ের সাথে গোসল করতে নদীতে যায়। নদীতে ঝাঁপ দিলে আর উঠে আসেনি।তাকে খুজে পেতে আমরা সব রকম চেষ্টা চালিয়ে যাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here