শফিকুল ইসলাম, সাভার।
আজ বৃহস্পতিবার ৩১-১০-১৯ ইং কি তারিখে দুপুর ১২ টার দিকে সাভার বাসস্ট্যান্ড অবস্থিত,নিউমার্কেটের চার তলা থেকে লাফ দিয়ে মোঃ রুবেল হোসেন (৩২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
এসময় প্রত্যক্ষদর্শীরা, তাকে উদ্ধার করে সাভার সুপার মেডিকেল হসপিটালে নিয়ে যায়। আহতের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার্ড করেন ।এবং মার্কেট কর্তৃপক্ষ সাভার থানায় পুলিশকে খবর দেয়,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা যায় রুবেলের বাড়ি সাভার উপজেলার চাপাইন এলাকায় মারফত আলী মেম্বারের বাড়ির পূর্ব পাশে। রুবেল এর পিতা মৃত সিরাজ মিয়া ও মাতা মনোয়ারা বেগম। এ সময় পরিবারের বরাত দিয়ে রুবেলের ফুফা বাংলার রূপ নিউজ টোয়েন্টিফোর কে জানান,আহত রুবেল মানসিক রোগী ও মাদকাসক্ত।
এ সময় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রুবেলকে নিয়ে যাওয়া হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি মেডিকেল অফিসার বাংলার রূপ নিউজ টোয়েন্টিফোর কে বলেন,আহতের অবস্থা গুরুতর,তার ডান হাত এবং মাথায় প্রচন্ড আঘাত লেগেছে।তাই রুবেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটিক অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন সেন্টার (নিটোর )এ রেফার্ড করা হয়েছে।
এই ঘটনায় সাভার থানার উপ-পরিদর্শক এসআই মোঃ নুরুল ইসলাম বাংলার রূপ নিউজ 24 কে জানান,আহত রুবেল একটি মানসিক রোগী।আমরা ঘটনাস্থল পরিদর্শন করে মার্কেটের সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক ১৫ নং ক্যামেরা থেকে জানতে পারি রুবেল ১২:০৪ মিনিটে মার্কেটের রেলিং ক্রস করে চার (৪) তলা থেকে লাফ দেন।
এ সময় আহতর অবস্থা গুরুতর হওয়ায় ডাক্তার তাকে ঢাকা পঙ্গু হসপিটাল রেফার্ড করে দিয়েছেন,আহত রুবেল মাদকাসক্ত হওয়ায় এখনো কোন পদক্ষেপ নেয়া হয়নি। তবে পরিবারের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেব।