নিজস্ব প্রতিনিধিঃ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে বৃহস্পতিবার (১২ অক্টোবর ) তারা প্রায় দুই ঘন্টা ধরে এই বৈঠক করেন ।এর আগেও বিএনপি নেতাদের সঙ্গে বিভিন্ন সময় কয়েক দফা বৈঠক করেছেন পিটার ডি হাস।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১টা থেকে দুপুর সোয়া দুইটা পর্যন্ত গুলশানে আমেরিকান ক্লাবে এই বৈঠক হয় বলে বিএনপির একটি সূত্র জানিয়েছে।
তবে বৈঠকে কি ধরনের আলোচনা হয়েছে সে ব্যাপারে তাৎক্ষণিক কি কিছু জানা যায়নি।