মোঃএনায়েত হোসেন
মাদারীপুর সদর প্রতিনিধি:
মাদারীপুর জেলায় বন্যা পানি কমতে শুরু করলে ও কমেনি নদী ভাংঙ্গন। আরিয়ালখাঁ নদির জন্য হুমকির মুখে মাদারীপুর সদর জেলা।
মাদারীপুর লঞ্চঘাট এলাকায় প্রায় ৭টি বাড়ি নদী ভাংঙ্গনে বিলিন হয়। হুমকির মুখে রয়েছে অসংখ্য বসত বাড়ি সহ সরকারি বেসরকারি স্থাপনা। মাদারীপুর সদর উপজেলা সহ মোট ৪টি উপজেলার নিম্ন অঞ্চলে পানি কমতে শুরু করেছে।ইতিমধ্যে বান ভাসি মানুষেরা ফিরছে বসতী ভিটায়। পদ্না সহ কুমার নদি,আরিয়ালখাঁ নদীর পানির বিপদ কোমতে শুরু করেছে পানি প্রবাহিত হচ্ছে বিপদ সিমার নিচ দিয়ে।
ভয়াবহ ভাংগন দেখা দিয়েছে মাদারীপুর জেলার বিভিন্ন স্থানে। বিশেষজ্ঞদের ধারনা এই মুহুর্তে স্থায়ী ভাবে বাধ সংরক্ষন না করলে যেকোনো সময় নদী গর্ভে বিলিন হতে পারে মাদারীপুর সদর উপজেলা।