মোঃএনায়েত হোসেন
মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুর সদর জেলার চরমুগরীয়ার নয়াচর এলাকার আনিস হাওলাদার ( ৩৭) নামে এক মাদক ব্যাবসাইকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন মাদারীপুর জেলা দয়রা জজ আদলতের বিচারক জনাব নিতাই চন্দ্র সাহা।
মামলার বিবরনিতে জানা যায় ২০১০ সালে ২১শে মে মাদারীপুর সদর জেলার চরমুগরীয়ার খাদ্যগুদাম এলাকা থেকে ৫০ বোতল ফেনসিডিল ও মাদক দ্রব্য বিক্রয় করা নগদ ১৫ হাজার ৫ শত টাকাসহ নয়াচর এলাকার আলী হাওলাদারের ছেলে আনিস হাওলাদার ও যশোরের হানিফ মোড়লের ছেলে এমদাদুল ইসলাম (৩৪) গ্রেপ্তার করে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ। গ্রেপ্তারের একদিন পরে মাদারীপুর মডেল থানায় সুলতান মাহমুদ বাদিহয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন।
দীর্ঘ দিন স্বাক্ষি প্রমাণ শেষে জেলা দায়রা জজ আদালতের বিচারক জনাব নিতাই চন্দ্র সাহা যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন এবং এরসাথে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।
কেচের অপর আসমি এমদাদুল ইসলামের বিরুদ্ধে কোন স্বাক্ষি প্রমাণ না থাকায় বেকসুর খালাস দেন আদালত।