বাংলার রূপ, আন্তর্জাতিক ডেস্ক।।
সারা বিশ্বে যখন করোনা মহামাড়ির আতঙ্কে দিন কাটাচ্ছেন ঠিক তখনই উত্তর কোরিয়া আবারও সল্পপাল্লার দুটি ক্ষেপনাস্ত্র পরিক্ষা চালিয়েছেন।
তবে এ মহামারির মধ্যে শনিবারের (২১ মার্চ) এ পরীক্ষা চালনো ঠিক হয়নি বলে মন্তব্য করেছে প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া।
উত্তর পিয়ংগান প্রদেশের সনচন থেকে কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলের সাগরে এ সন্দেহভাজন পরীক্ষা চালানো হয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের (জেসিএস) এর বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।
কোরীয় উপদ্বীপের উত্তরপশ্চিম কোণের কাছেই পিয়ংইয়ংয়ের চেয়ে উঁচুতে সনচন অবস্থিত। জেসিএস বলেন, বিশ্বজুড়ে কোভিড-১৯ ভাইরাস যখন মারাত্মক সঙ্কট হয়ে এসেছে, তখন এ ধরনের সামরিক পদক্ষেপ একেবারেই ঠিক হয়নি।
পিয়ংইয়ংয়ে সুপ্রিম পিপল’স অ্যাসেম্বলির অধিবেশন ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা পরেই এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা হয়েছে। এ অধিবেশনে দেশটির সাতশ’ কর্মকর্তা অংশ নেবেন। মূলত ভাইরাসের মহামারির মধ্যে নিজেদের শক্তি দেখাতেই উত্তর কোরিয়া এমন আয়োজন করেছে বলে বিশ্লেষকদের মত।
উত্তর কোরিয়া পর্যবেক্ষণকারী সংস্থা এনকে নিউজের রাচেল মিনইয়াং বলেন, যদি এসব কার্যক্রম অব্যাহত থাকে, তবে তার অর্থ হচ্ছে, এ মহামারির মধ্যেই তারা নিজেদের আত্মবিশ্বাসের কথাই প্রকাশ করতে চাচ্ছে।
তবে উত্তর কোরিয়ায় এখন পর্যন্ত কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। যদিও গত সপ্তাহে দেশটিতে করোনা ভাইরাস সংক্রমণের দাবি করেছেন এক শীর্ষ মার্কিন কর্মকর্তা।