রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে মহান বিজয় দিবসের উপহার হিসেবে শুভ উদ্বোধন করা হলো সরকারী বিআরটিসি বাস সার্ভিস।
বুধবার সকাল ১১টার দিকে ঢাকা থেকে গাজিপুর ও জামালপুর হয়ে রৌমারী বাস টার্মিনাল (টিএনটি) পাড়ার সম্মুখে সরকারী বিআরটিসি ২টি বাসের শুভ উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান এহসানে এলাহী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রতন চন্দ্র পণ্ডিত, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, সিনিয়র এএসপি (রৌমারী) সার্কেল এ এইচ এম মাহফুজার রহমান, রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাসির বিল্লাহসহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এব্যাপারে প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, আমার এলাকার সর্বশ্রেণির জনগনের সুবিধার্থে স্বল্প টাকায় ঢাকায় পৌঁছাতে আমার দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। আর স্বপ্ন বাস্তবায়ন হয়েছে আমার মহান নেত্রী শেখ হাসিনার জন্য।
এলাকাবাসী বলেন, বাস সার্ভিসটি অত্যন্ত আনন্দদায়ক ও ঝুঁকিবিহীণ হবে বলে আমরা আশাবাদী। দায়িত্বশীলগণ ন্যায়নীতির ভিত্তিতে সেবা কার্যক্রম পরিচালনা করলে অবশ্যই লাভবান হবেন।