নিজস্ব প্রতিবেদক।
গতকাল বুধবার দিবাগত রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে পুড়ে গেছে অর্ধ লক্ষ টাকার মালামাল।
ফায়ার সার্ভিস জানিয়েছে সেগুনবাগিচার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কক্ষে বুধবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রিগেডিয়ার কামরুল ইসলাম বাংলার রূপ নিউজ টুয়েন্টিফোর কে জানান,ওই ভবনের একটি কম্পিউটার কক্ষে রাত এগারোটার দিকে আগুনের সূত্রপাত হয়।পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আধা ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনি।
আগুনের সূত্রপাত এর কারণ জানতে চাইলে তিনি আরো জানান, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এসিতে আগুন ধরে যায় ধারণা করা হচ্ছে এখান থেকেই আগুনের সূত্রপাত।
ব্রিগেডিয়ার কামরুল ইসলাম জানান, এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় অর্ধ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।