মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে অতিরিক্ত মদ পানের কারণে দুই তরুনীর মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে মাদারীপুর সদর উপজেলায়।
রাতভর অতিরিক্ত মদ খেয়ে নাচানাচি করতেছিল কয়েক তরুণী। সোমবার (১৬ অক্টোবর )দিবাগত রাতে এক ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।খবর পেয়ে মঙ্গলবার সকালে বাসায় একজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ এবং অচেতন অবস্থায় হাসপাতালে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
এছাড়াও আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।তবে মাদারীপুর সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে এক তরুণী পালিয়ে গিয়েছে বলে জানা গেছে।
ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে আটক করেছে মাদারীপুর থানা পুলিশ।