ভেজাল ড্রিকিং পাউডার তৈরির দায়ে একটি কারখানাকে সিলগালা ও পাঁচ লাখ টাকা জরিমানা।।

0
11

মো:ফজলুল হক,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।

ভেজাল মালটা সফট ড্রিংক্স পাউডার তৈরির দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় একটি কারখানাকে সিলগালা এবং কারখানা মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নাটাই গ্রামে এই অভিযান পরিচালানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট পঙ্কজ বড়ুয়া।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট পঙ্কজ বড়ুয়া জানান, ‘মালটা’ নামক সফট ড্রিংক্স পাউডার তৈরির ক্ষেত্রে তাদের বিএসটিআইয়ের কোন ধরনের অনুমতি নেই। কোনো ধরনের নিয়মনীতি তোয়াক্কা না করে কারখানার পরিবেশ নোংরা ও আর্বজনা যুক্তভাবে তারা ভেজাল পণ্য তৈরি করছে। এছাড়া তারা যেসব ম্যাটারিয়েল ব্যবহার করছে তা মানব দেহের জন্যে ক্ষতিকারক। তাই কারখানার মালিক মো. শাহিনুরকে ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়। অভিযানে একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here