বীর মুক্তিযোদ্ধাদের কবর একই নকশায় করা হবে : মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক।

0
33

 

মোঃ সিরাজুল ইসলাম ধামরাই ( ঢাকা) প্রতিনিধি” বীর মুক্তিযোদ্ধাদের কবর একই নকশায় করার উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে একশ বছর পরেও মানুষ চিনতে পারে এটা মুক্তিযোদ্ধার কবর।দেশ স্বাধীন হয়েছে বলেই দেশের আজ এ অবস্থা,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশের এত উন্নয়ন।বীর মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়ন ও অসচ্ছ্বল মুক্তিযোদ্ধাদের আবাসন সুবিধাসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কাজ করছে সরকার,অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য দেওয়া হচ্ছে বীর নিবাস।

শুক্রবার (১০ জুন) দুপুর ১২ টার সময় ঢাকা উত্তর গেরিলা বাহিনীর কমান্ডার শহীদ রেজাউল করিম মানিক বীর প্রতীকের স্মরণে ঢাকার ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় মহাসড়কের পাশে শহীদ মানিক স্মৃতিসৌধের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যেকালে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন ইউসুফ বাচ্চু সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি ও ঢাকা-২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।ধামরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এমালেক,বিএসটিআইয়ের সাবেক মহা পরিচালক দেওয়ান আফসার উদ্দিন জিন্নাহ,কমান্ডার ঢাকা জেলা বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ মিয়া,ধামরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সরকার,অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ভাস্কর দেবনাথ বাপ্পি,ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী,উপজেলা চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন,পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা,ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন,ধামরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান,শহীদ রেজাউল করিম মানিকের বোন বিলকিস আরা,সোমভাগ ইউপি চেয়ারম্যান মোঃ আওলাদ হোসেন সহ উপজেলার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন