স্টাফ রিপোর্টার।
সরকারদলীয় সংসদ সদস্য হুইপ শামসুল হক চৌধুরী ও এমপি নুরনবী চৌধুরী শাওন সহ ২২ জনের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করেছেন দুর্নীতি দমন কমিশন।
আলোচিত ক্যাসিনো কান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে, এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।অবৈধ ক্যাসিনোর ব্যবসার সাথে জড়িতদের জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদের বিষয়ে অনুসন্ধানের অংশ বিশেষ এই নিষেধাজ্ঞা।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল দুর্নীতি দমন কমিশন এ সংক্রান্ত একটি চিঠি বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন )শাখা ও পুলিশ সুপার (এসবি )এর কাছে পাঠানো হয় ।ক্যাসিনোকান্ডের সঙ্গে জড়িতদের অবৈধ সম্পদ খুঁজে বের করার জন্য গঠিত দুদকের অনুসন্ধান টিমের প্রদান পরিচালক সৈয়দ ইকবাল হোসেন এই চিঠি দেন।
চিঠিতে উল্লেখ থাকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেশের মানিলন্ডারিং সহ বিদেশি অর্থপাচারের এবং বিভিন্ন অবৈধ ভাবে অর্থ উপার্জনের অভিযোগ আছে।এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
দুদক গোপন সূত্রে জানা জানতে পেরেছেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ত্যাগ করার অপচেষ্টা চালাচ্ছে।তাই তারা কোন ভাবে যেন দেশ ছেড়ে যেতে না পারেন সে জন্য এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
দেশ ত্যাগের ক্ষেত্রে দুদকের নিষেধাজ্ঞায় যারা রয়েছেন, তাদের মধ্যে জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী, সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন,এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিস্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, ও যুবলীগ নেতা জি কে শামীম,ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিস্কৃত নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া,মোহামেডান ক্লাবের ডিরেক্টর মোহাম্মদ লোকমান হোসেন ভূঁইয়া,ও তার স্ত্রী নাবিলা লোকমান, কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতি মোঃ শফিকুল আলম ফিরোজ,অনলাইন ক্যাসিনো হোতা সেলিম প্রধান,যুবলীগ নেতা সম্রাটের সহযোগী এনামুল হক আরমান,ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান, ওগেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক ইনু,এবং তার ভাই গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রুপন ভূঁইয়া,কেন্দ্রীয় যুবলীগের বহিস্কৃত দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, ও তার স্ত্রী সুমি রহমান।গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম,সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল হাই,এবং আলোচিত বরখাস্তকৃত ওয়ার্ড কাউন্সিলর এ কে মমিনুল হক,এনআরবি গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এছাড়াও এনামুল হকের সহযোগী ওয়ান্ডার্স ক্লাবের কর্মচারী আবুল কালাম আজাদ,রাজধানীর কাকরাইল জাকির এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ জাকির হোসেন,ও সেগুনবাগিচার শফিক এন্টারপ্রাইজের মালিক মোঃ শফিকুল ইসলাম,এর বিরুদ্ধে বিদেশ যাত্রা স্থগিত করা হয়েছে।